ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সায় আরদার ভবিষ্যৎ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
বার্সায় আরদার ভবিষ্যৎ অনিশ্চিত ছবি: সংগৃহীত

ঢাকা: দু’দিন আগে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে আরদা তুরানকে দলে ভেড়ায় বার্সেলোনা। তবে তুরস্কের এই মিডফিল্ডারকে মোটেই ভালো চোখে দেখছেন না বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী অগাস্টি বেনেডিতো।



প্রেসিডেন্ট নির্বাচিত হলে তুরানকে অ্যাতলেতিকোতে ফেরত পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন বেনেডিতো। অবশ্য তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। কারণ, ১৮ জুলাইয়ের নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী হুয়ান লাপোর্তা ও জোসেফ মারিয়া বার্তোমেউর সঙ্গে কি তিনি পেরে উঠবেন!

তবে, নতুন প্রেসিডেন্ট ইচ্ছা করলেই আরদাকে তার পুরনো ক্লাবে ফেরতে পাঠাতে পারবেন। তবে সিদ্ধান্তটি নিতে হবে ২০ জুলাইয়ের মধ্যে। কারণ, এই মিডফিল্ডারের সঙ্গে শর্তসাপেক্ষে চুক্তি করে কাতালানরা। সেই হিসেবে আসন্ন ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনে ‍যিনি বিজয়ী হবেন তিনি না চাইলে আরদাকে অ্যাতলেতিকোতেই ফিরে যেতে হবে।

আরদাকে বার্সায় আনার জন্য সরাসরি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বার্তোমেউকে দোষারোপ করেন বেনেডিতো।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্লাবের দায়িত্বে থাকা সাবেক প্রেসিডেন্ট বিরাট সমস্যা রেখে গেছেন। আরদাকে কেনার কোনো প্রয়োজনই ছিল না। তাছাড়া আমাদের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা থাকায় সে আগামী বছরের জানুয়ারির আগে দলের হয়ে খেলতে পারবে না। ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট র‌্যামন অ্যাডেলকে বলেছি, আরদাকে দলে আনাটা বিশ্বাসঘাতকতার শামিল। আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই ট্রান্সফারটি বাতিল করব। ’

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।