ঢাকা: গত বছরের এই দিনেই (০৮ জুলাই) বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। আর সেই ভয়ঙ্কর দিনের কথা আজও ভোলেনি সেলেকাও ফুটবলাররা এমনটিই মনে করেন দলের কোচ কার্লোস দুঙ্গা।
ঘরের মাঠে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর লুইজ ফিলিপ স্কলারির পরিবর্তে দ্বিতীয় মেয়াদে কোচ করা হয় দুঙ্গাকে। ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক ২০১০ বিশ্বকাপে প্রথমবারের মত কোচের দায়িত্ব পেয়েছিলেন। তবে তার অধীনে ৪৪তম কোপা আমেরিকায় নেইমাররা কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে।
শেষ আটের লড়াইয়ে খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ব্রাজিল। এ নিয়ে দুঙ্গা জানান, বিশ্বকাপের ব্যাপারটিই তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্থ করেছে।
দুঙ্গা বলেন, ‘বিশ্বকাপের সেই দিনটি একটি দুঃস্বপ্নের মত। অনেকটা ১৯৫০ বিশ্বকাপের মত। যদিও ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নস ছিল। ’
তিনি আরো বলেন, ‘আমাদের অরো উন্নতি করতে হবে। আমাদের আরো ভালো প্রস্তুতি নিয়ে বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করতে হবে। তবে এটা খুব সহজ হবে না। ’
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এমএমএস