ঢাকা: ফিফা ঘুষ কেলেঙ্কারিতে এমনিতেই সরগরম ফুটবল বিশ্ব। এর মাঝেই সাবেক ফিফা কর্মকর্তা চাক ব্লেজারকে আজীবন নিষিদ্ধের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার এ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ঘুষ গ্রহণ করেছেন। চাক নিজেও ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের দুর্নীতির তথ্য-প্রমাণ দিয়ে সহয়তাও করেন।
ফিফা কর্তৃপক্ষ ৭০ বছর বয়সী সাবেক ফিফা কর্তাকে আজীবন নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছে।
চাক এর আগে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে ২০১০ বিশ্বকাপের আয়োজকের জন্য তিনি ও ফিফার নির্বাহী কমিটির কয়েকজন সদস্য ঘুষ গ্রহণ করেন। আর ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেছিল বলে তিনি জানান।
ফিফার দুর্নীতিমূলক বিভিন্ন লেনদেনের বিস্তারিত এসব তথ্য প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। সাবেক এই ফিফা কর্তা জালিয়াতি, মানি লন্ডারিং, আয়কর ফাঁকি সহ ১০টি অভিযোগ নিজেই স্বীকার করে নেন।
উল্লেখ্য, চাক ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ফিফার উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৭ সাল থেকে ২০১৩ পর্যন্ত ফিফার এক্সিকিউটিভ কমিটিতেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৫
ইয়া/এমআর