ঢাকা: চীনে অনুষ্ঠিতব্য ১১তম এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো অংশ নিতে বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ কুস্তি দল। এবারে তাদের পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন।
১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
বাংলাদেশ ও স্বাগতিক চীন ছাড়াও এ চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, কাজাখস্তান, ইরানসহ ২০ দেশের কুস্তি দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ দলের একমাত্র খেলোয়াড় হলেন বিল্লাল হোসেন। মুন্সীগঞ্জের গজারিয়ার ছেলে বিল্লাল খেলবেন ৯৭ কেজি ওজন শ্রেণীতে। বিল্লালের সঙ্গে কর্মকর্তা হিসেবে চীন সফরে যান বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার আগে ওয়ালটনের কর্মকর্তা ও বাংলাদেশ দলের টিম ম্যানেজার ডন বলেন, ‘এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ আমাদের দেশের জন্য একটা ভাল খবর। কুস্তিগীর বিল্লাল হোসেন এমন বড় আসরে খেললে, তারও বেশ ভালো অভিজ্ঞতা হবে। অবশ্য এর আগে তিনি দশম এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন এবং উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় তাম্রপদক জিতেছিলেন। আমরা চেষ্টা করব দেশের জন্য ভাল ফল বয়ে আনতে। সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৫
ইয়া/এমআর