ঢাকা: সেরেনা উইলিয়ামসের বিপক্ষে হারের ঘোর থেকে বেরোতে পারলেন না মারিয়া শারাপোভা। উইম্বলডনের সেমিফাইনালে হেরে এ সংখ্যাটা ১৭-তে গিয়ে ঠেকল।
সেই ২০০৪ সালের নভেম্বর থেকে সেরেনার বিপক্ষে টানা ১৬ ম্যাচে জয়হীন শারাপোভা। তাই রাশিয়ান টেনিস তারকার জন্য সেমির ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এবারও হতাশাই তার সঙ্গী হলো।
সেরেনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা তো দূরে থাক, পাত্তাই পাননি শারাপোভা। সরাসরি সেট ৬-২, ৬-৪ গেমে হেরে একরাশ হতাশা নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নেন। মাত্র এক ঘন্টার কিছু সময় পরই খেলার নিষ্পত্তি ঘটে। এতেই বোঝা যায়, শারাপোভাকে পেলে কতটা অগ্নিমূর্তি ধারণ করেন সেরেনা!
শনিবারের (১১ জুলাই) ফাইনালে সেরেনার মুখোমুখি হবেন গারবিন মুগুরুজা। এই স্প্যানিশ টেনিস তারকা আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কাকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্রান্ড স্লাম ফাইনাল নিশ্চিত করেন।
এছাড়াও প্রথম স্প্যানিশ নারী হিসেবে দীর্ঘ ১৯ বছর পর উইম্বলডনের ফাইনালে ওঠেন মুগুরুজা। ১৯৯৬ সালে স্পেনের হয়ে সর্বশেষ ফাইনাল খেলেন আরান্টজা সানচেজ ভিকারিও।
মুগুরুজা কি পারবেন সেরেনাকে হারিয়ে ইতিহাস রচনা করতে? স্প্যানিশ জনগণ কিন্তু সেই আশাতেই বুক বেঁধে আছে!
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৫
আরএম
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএম