ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগে চোখ রাখছেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
চ্যাম্পিয়নস লিগে চোখ রাখছেন বেল গ্যারেথ বেল / ছবি : সংগৃহীত

ঢাকা: ক্লাব ফুটবলে প্রত্যেক তারকা খেলোয়াড়েরই আরাধ্য স্বপ্ন থাকে চ্যাম্পিয়নস লিগ জেতা। রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম মৌসুমেই এ শিরোপার স্বাদ নেন গ্যারেথ বেল।

মাঝে ২০১৪-১৫ মৌসুমটি শিরোপা খরায় কাটলেও আসছে মৌসুমে আবারও গ্যালাকটিকোদের ইউরোপ সেরার মুকুট এনে দিতে দৃঢ়প্রতিজ্ঞ এই ওয়েলস তারকা।

২০১৩ সালের সেপ্টেম্বরে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ছয় বছরের চুক্তিতে টটেনহাম থেকে বার্নাব্যুতে পাড়ি জমান বেল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে প্রথম মৌসুমেই লা লিগা বাদে সম্ভাব্য সব শিরোপা জেতেন এই উইঙ্গার। চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের ট্রফি ঘরে তোলে লস ব্লাঙ্কসরা।

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বেল উল্লেখ করেন, ‘নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আগামী মৌসুমে নিজের সেরাটা ঢেলে দিতে আমার তর সইছে না। রিয়ালের হয়ে প্রথম মৌসুমের সাফল্যটা আগামী মৌসুমে অব্যাহত রাখতে চাই। ’

গত মৌসুমে রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন বেল। কার্লো আনচেলত্তির শিষ্যরা লা লিগার শিরোপা জয়ী বার্সেলোনার পর দ্বিতীয় অবস্থানে থেকে মৌসুম শেষ করে। আর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ হয় বেল-রোনালদো-বেনজেমারা।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।