ঢাকা: পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার আগে বায়ার্ন মিউনিথের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সম্প্রতি তার ক্লাব ছাড়ার গুঞ্জনটি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচিত হয়।
এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি ক্যারিয়ার শেষ করার আগে বুন্দেসলিগায় খেলতে আগ্রহী। এক্ষেত্রে বায়ার্নের হয়ে খেলার ইচ্ছাটাই বেশি। আমার সামনে এখনো সময় আছে। মনে হয় একদিন তাদের হয়ে মাঠে নামতে পারব। ’
সাবেক বার্সা তারকা আরও বলেন, ‘আমি যদি জার্মানে পাড়ি দিই সেক্ষেত্রে বায়ার্নের হয়ে খেলার সর্বোচ্চ চেষ্টা করব। তারা বিশ্বের সেরা পাঁচটি ক্লাবের মধ্যে অন্যতম। ’
তবে, গার্দিওলা বায়ার্নের কোচ থাকা অবস্থায় ইব্রার ইচ্ছা পূরণ হবে কিনা তা বলা মুশকিল। কারণ, এই স্প্যানিশ কোচের অধীনে বার্সায় খেলার সময় দুজনের সম্পর্কটা বেশ শীতল ছিল। তাইতো কাতালানদের হয়ে এক মৌসুম (২০০৯-১০) খেলেই প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএম