ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অলরেডসদের নতুন অধিনায়ক হেন্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
অলরেডসদের নতুন অধিনায়ক হেন্ডারসন ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমে ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জর্ডান হেন্ডারসনকে। স্টিভেন জেরার্ডের স্থলাভিষিক্ত হয়ে অলরেডসদের নেতৃত্ব দেবেন হেন্ডারসন।



মেজর লিগ সকার ক্লাব এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছেন জেরার্ড। ফলে, নতুন মৌসুমে জেরার্ডের পরিবর্তে দলের দায়িত্বভার পেয়েছেন হেন্ডারসন। ২০১১তে সান্দারল্যান্ড থেকে লিভারপুলের হয়ে নাম লেখান ইংলিশ এ মিডফিল্ডার।

রেডসদের হয়ে ষষ্ঠ মৌসুমে খেলতে নামা হেন্ডারসন দলের নেতৃত্ব পেয়ে জানান, আমি নতুন দায়িত্ব পেয়ে দারুণ খুশি ও গর্বিত। বিশ্বখ্যাত এ ক্লাবটির দায়িত্ব নিতে পেরে আমি সম্মানবোধ করছি। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। জেরার্ড গত মৌসুমে যখন দলের বাইরে ছিলেন, তখনও চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে। অধিনায়কের আর্মব্যান্ড পড়ে আমি সেভাবেই দলকে সেরাটা দিতে চেষ্টা করব।

২৫ বছর বয়সী হেন্ডারসন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ। লিভারপুলের হয়ে ১৮৬টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।