ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবাহনীর সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
আবাহনীর সহজ জয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ৩-১ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করেছে। আকাশী-নীল জার্সির ঢাকা আবাহনী ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়।



শনিবার রাতে (১১ জুলাই) নিজেদের ১৪তম ম্যাচে লিগের অষ্টম জয়ে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে আসে আবাহনী। ফলে তারা টপকে গেল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে। মোহামেডানের পয়েন্ট ২৬। পক্ষান্তরে সমান ম্যাচে এটা বিজেএমসির অষ্টম হার। ১২ পয়েন্ট নিয়ে আগের সপ্তম স্থানেই রয়ে গেল দলটি।

ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। মিডফিল্ডার শাহেদুল আলম সিনিয়রের ক্রসে মাথা লাগিয়ে বিজেএমসির জাল কাঁপান আবাহনীর নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা (১-০)।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই সানডেই (২-০)। লিগে এটা তার ব্যক্তিগত সপ্তম গোল। ৫৫ মিনিটে ফ্রি কিক থেকে বিজেএমসির ইজিরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলের বা পায়ের গড়ানো শট আবাহনী গোলরক্ষক জিয়াউর রহমানকে বোকা বানিয়ে জালে আশ্রয় নেয় (১-২)।

তবে ৬০ মিনিটে মিডফিল্ডার শাহেদুল আলম সিনিয়রের ক্রস থেকে ডিফেন্ডার নাসিরুল ইসলাম বক্সের ভেতর দর্শনীয় শটে গোল করলে আবারও এগিয়ে যায় আবাহনী (৩-১)। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জর্জ কোটানের শিষ্যরা।
  
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
ইয়া/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।