ঢাকা: অভিজ্ঞ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের ক্লাব ছাড়ার ব্যাপারটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত রিয়ালের হয়েই খেলা ক্যাসিয়াস পর্তুগিজ ক্লাব পোর্তোতে আগামী মৌসুমে খেলবেন।
বেশ কিছুদিন যাবত ক্যাসিয়াসের রিয়াল ছাড়ার গুঞ্জন চলছিল। অন্যদিকে রিয়ালও দলের নতুন গোলরক্ষকের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়া ও এসপিওনালের কিকো ক্যাসিয়ার সঙ্গে যোগাযোগ করছিল।
স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা গোলরক্ষক ইতোমধ্যে পোর্তোর সঙ্গে সব শর্তে একমত হয়েছেন। সেই সঙ্গে লস ব্লাঙ্কসদের হয়ে গৌরবান্বিত একটি অধ্যায় শেষ করতে যাচ্ছেন ক্যাসিয়াস।
পরে রিযালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়,‘রিয়াল মাদ্রিদ ও পোর্তো ক্যাসিয়াসের ছাড়পত্রের ব্যাপারে একমত হয়েছে। কিংবদন্তি এ গোলকিপার ক্লাব ও স্প্যানিশ ফুটবলের জন্য অসামান্য অবদান রেখেছেন। সে ক্লাব ছেড়ে যাচ্ছেন তবে তার অবদান আজীবন রয়ে যাবে। তার দলের হয়ে ৭২৫টি ম্যাচ আমাদের দলের জার্সিকে আলো আলোকিত করেছিল। তার নতুন জীবনের জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। ’
ক্যাসিয়াস রিয়ালের হয়ে ২৫ বছর পার করেছেন। এ সময় তিনি লা গ্যালাকটিকোদের হয়ে পাঁচটি লা লিগা, দুটি কোপা দেল রে ও তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলেন।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এমএমএস