ঢাকা: নাপোলি প্রেসিডেন্ট আয়ুরেলিও ডি লরেন্টিস জানিয়েছেন তিনি দলের স্ট্রাইকার গঞ্জালেস হিগুয়েইনে বিক্রি করতে চান। আর আর্জেন্টাইন এ তারকার ছাড়পত্রের ফি দিয়ে অন্য আটজন ফুটবলার তিনি দলে ভেড়াবেন।
গত মৌসুমে ইতালিয়ান সিরিআ লিগে বাজে পারফরম্যান্স করেছিল নাপোলি। যার দরুন এবারের চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহন করতে পারবে না দলটি। আর গত মৌসুম শেষে স্তেদিও সান পাওলোতে হিগুয়েইনের যাওয়ার গুঞ্জন উঠেছিল।
এদিকে কিছুদিন আগে নাপোলি থেকে জানানো হয়েছিল ৯৪ মিলিয়ন ইউরোর নিচে তারা হিগুয়েইনকে ছাড়বে না।
এক ফোন কলের মাধ্যমে লরেন্টিস বলেন, ‘হিগুয়েইনের বিক্রির মূল্য ৯০ মিলিয়ান ইউরো। আর আমি তাকে বিক্রি করতে চাই। সেই সঙ্গে তার বিক্রির অর্থ দিয়ে আমি অন্য আট জন ফুটবলার দলে ভেড়াতে চাই। ’
২৭ বছরের এ তারকা গত মৌসুমে নাপোলির হয়ে ৩৭ ম্যাচে ১৮টি গোল করেছেন। আর এ মৌসুমে ইউরোপা লিগের হয়ে আরো সাতটি ম্যাচ খেলবেন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এমএমএস