ঢাকা: গত মৌসুমে বার্সেলোনার হয়ে নিজের সেরাটাই দিলে খেলেছেন লিওনেল মেসি। দলের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন।
মেসি টানা চারবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর পেয়েছিলেন। তবে সর্বশেষ দু’বছর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে পুরস্কারটি হাতছাড়া করেন তিনি। আর সেই সঙ্গে ফুটবল বিশ্বে বিতর্ক ওঠে কে সেরা?
এই বিতর্ক যখন চলছে সেই থেকে বার্সার হয়ে আবারো দুর্দান্ত খেলা প্রদর্শন শুরু করেন মেসি। সর্বশেষ এল ক্লাসিকো জয় থেকে শুরু করে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ঐতিহাসিকে ট্রেবল জয় করেন।
এদিকে বার্তেমেউ বিশ্বাস করেন, লুইস এনরিকের শিষ্যরা মেসির দ্বারা দলের আরো উন্নতি করবে।
বার্তেমেউ বলেন, ‘ফুটবল ইতিহাসে মেসিই সেরা। আমি মনে করি এ মৌসুমে সে গতবারের থেকে আরো ভালো খেলবে। ’
এছাড়া বার্তেমেউ নিজের বক্তব্যে মেসি ছাড়াও দলের অন্য দুই তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও নেইমারের প্রশংসা করছেন।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এমএমএস