ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানসিটিতে যোগ দিচ্ছেন স্টার্লিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
ম্যানসিটিতে যোগ দিচ্ছেন স্টার্লিং ছবি: সংগৃহীত

ঢাকা: রাহিম স্টার্লিংকে ৪৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করতে সম্মত হয়েছে লিভারপুল। বেশ কিছুদিন ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন চলছিল।

অবশেষে সিটিজেনদের হয়ে নাম লেখাতে যাচ্ছেন ২০ বছর বয়সী এ ইংলিশ স্ট্রাইকার। গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

সম্প্রতি স্টার্লিং নিজেও লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের কাছে ক্লাব ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেন। তা স্বত্ত্বেও তাকে প্রাক-মৌসুমের প্রস্তুতিমূলক ম্যাচের স্কোয়াডে রাখা হয়। কিন্তু, শেষ পর্যন্ত স্টার্লিংয়ের অনিচ্ছার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়।

খুব শিগগিরই স্টার্লিংয়ের ক্লাব ছাড়ার বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত হওয়া যাবে বলে উক্ত সূত্রে জানা যায়। মেডিকেল পরীক্ষার পরই তা চূড়ান্ত হবে। এ স্টাইকারকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে ট্রান্সফার রেকর্ড হবে ম্যানসিটির। এর আগে ২০১১ সালে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে ৩৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভেড়ায় সিটিজেনরা।

২০১০ সালে লিভারপুলের যুব দলে অভিষেক ঘটে স্টার্লিংয়ের। দু’বছর পর থেকে মূল দলের হয়ে মাঠে নামেন। অল রেডসদের জার্সি গায়ে তিনি ১২৯ ম্যাচে ২৩টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।