ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পগবাকে চান না এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
পগবাকে চান না এনরিক ছবি: সংগৃহীত

ঢাকা: শেষ পর্যন্ত পল পগবার গন্তব্য কি বার্সেলোনামুখী হবে? ২২ বছর বয়সী এ ফ্রেঞ্চ মিডফিল্ডারকে অনেকটা নিরাশ করলেন বার্সার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। তিনি জানান, বার্সা কোচ লুইস এনরিকের পছন্দের তালিকায় পগবার নাম নেই।



অন্যদিকে, পগবাকে দলে ভেড়াতে রীতিমত দৃঢ়প্রতিজ্ঞ বার্সার প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী হুয়ান লাপোর্তা ও অগাস্টি বেনেদিতো। বিশেষ করে, কাতালানদের সাবেক ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তার আগ্রহটাই বেশি। নতুন মেয়াদে তার নির্বাচিত হওয়ারও জোড়ালো সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ জুলাইয়ের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে বার্তোমেউর সঙ্গে লার্পোতার।

তাই বলার অপেক্ষা রাখে না যে, জুভেন্টাস ছেড়ে পগবার ন্যু ক্যাম্পে আগমন ঘটবে কিনা তা বার্সার পেসিডেন্ট নির্বাচনের ওপরই নির্ভর করছে।

এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘পগবার ব্যাপারে এনরিকের আগ্রহ নেই। দলবদলের বাজারে তার আরো বড় লক্ষ্য রয়েছে। কিন্তু, ভবিষ্যতের কথা তো আর বলা যায় না। তবে, এখন পর্যন্ত কোচের পছন্দের তালিকায় পগবার নামটি অনুপস্থিত। ’

বার্সার ‘বি’ দলের ব্যাপারেও গুরুত্বারোপ করেন বার্তোমেউ। ‘আমাদের যুব একাডেমির (লা মেসিয়া) ওপর আরো অনেক বেশি গুরুত্ব দিতে হবে। প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা যাতে শেখার মধ্যে থেকে নিজেদের ‍আরো পরিণত করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। যুব একাডেমির পরিকল্পনায় কিছুটা পরিবর্তন দরকার। আমার মতে, কখনও কখনও তরুণ খেলোয়াড়রা খুব দ্রুতই মূল দলে সুযোগ পাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ‍১২০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
অারএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।