ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্যাসিয়াসকে সতীর্থদের বিদায়ী বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
ক্যাসিয়াসকে সতীর্থদের বিদায়ী বার্তা ইকার ক্যাসিয়াস / ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগালে পাড়ি জমিয়েছেন ইকার ক্যাসিয়াস। নিশ্চিতভাবেই এ কিংবদন্তি গোলরক্ষককে ভীষণ মিস করবে বার্নাব্যু।

ক্যাসিয়াসকে হারিয়ে সতীর্থরাও যেন বাকরুদ্ধ। সামাজিক যোগযোগ মাধ্যমে রিয়ালের খেলোয়াড়রা তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সবাই ক্যাসিয়াসকে উদ্দেশ্য করে বিদায়ী বার্তা লেখেন।

পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর সঙ্গে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্যাসিয়াস। এর মধ্য দিয়েই ৩৪ বছর বয়সী এই গোলরক্ষকের রিয়াল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।

জেমস রদ্রিগেজ উল্লেখ করেন, ‘রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্যাসিয়াসের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারাটা বিরাট সম্মানের। সব কিছুর জন্য অধিনায়ক তোমাকে ধন্যবাদ। ’

রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো বলেন, ‘আট বছর ধরে ক্যাসিয়াসের সঙ্গে সতীর্থ হিসেবে খেলতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আশা করছি, সব সময়ই সে ভালো থাকবে। ’

স্প্যানিশ মিডফিল্ডার ইলারামেন্ডি উল্লেখ করেন, ‘ক্যাসিয়াসের পাশে খেলতে পেরে আমি গর্বিত। তার নতুন ক্যারিয়ারের জন্য শুভকামনা রইলো। ’

স্প্যানিশ ফরোয়ার্ড জেসে রদ্রিগেজ হতাশা নিয়েই বলেন, ‘আমরা ক্যাসিয়াসকে মিস করতে যাচ্ছি। তার উপদেশ সব সময় আমার কাজে লেগেছে। তার কাছে আমি কৃতজ্ঞ। ক্যাসিয়াস, তোমার সৌভাগ্য কামনা করছি। আশা করছি, সব সময় ভালো থাকবে। ’

অন্যান্য ক্লাবের খেলোয়াড়রাও ক্যাসিয়াসকে শুভকামনা জানান। এর মধ্যে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও স্প্যানিশ গোলরক্ষক ভিক্টর ভালদেস ক্যাসিয়াসকে রীতিমত প্রশংসার জোয়ারে ভাসান।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বুফন বলেন, ‘ক্যাসিয়াস একজন অসাধারণ গোলরক্ষক। সেরা পর্যায়ে নিজেকে ধরে রাখাটা কঠিন। কিন্তু, রিয়ালের হয়ে সে অনেক ধারাবাহিক ছিল। আমরা ‍দুজন দুরকম। তবে তাকে আমার চেয়েও এগিয়ে রাখছি। ’

অন্যদিকে, ক্যাসিয়াসের স্বদেশী ভালদেস বলেন, ‘ক্যাসিয়াস ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক রেকর্ড গড়েছে। এতে আমি মোটেও অবাক নই। সে সত্যিকার অর্থেই প্রতিভাবান। আমি শুধু এটুকুই বলতে চাই, সে কতবারই না তার দলকে বাঁচিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।