ঢাকা: ক্যারিয়ারের দ্বিতীয় কোন ক্লাবের হয়ে অভিষেক হলো অভিজ্ঞ ফুটবলার স্টেভেন জেরার্ডের। নিজ দেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দুরে আমেরিকান সকার ক্লাব লা গ্যালাক্সির হয়ে মাঠে নামলেন সাবেক এ লিভারপুল তারকা।
এ ব্যাপারে গ্যালাক্সির কোচ ব্রুস এরিনা বলেন, ‘জেরার্ডের প্রথমবারের মত বাইরে খেলতে আসাটা ছিল দারুণ উৎসাহমূলক। তাকে মনে হচ্ছিল সে এখানকারই ফুটবলার ছিল আর তার নেতৃত্ব অসাধারণ। সে ম্যাচে কিছু সুযোগও তৈরী করেছিল। ’
ম্যাচে জেরার্ড ৪৫ মিনিট খেলেছিলেন। তার অসাধারণ পারফরম্যান্সে গ্যালাক্সি প্রীতি ম্যাচে মেক্সিকান ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জিতে। তবে ম্যাচে সাবেক ইংল্যান্ড অধিনায়ক গোল না করতে পারলেও তার পুরোনো ক্লাব সতীর্থ রবি কেন একটি গোল করেছিলেন।
এর আগে ১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত লিভারপুলের হয়ে ৫০৪টি ম্যাচ খেলেছিলেন জেরার্ড। এ সময় তিনি অ্যনফিল্ডের হয়ে ১২০টি গোল করেছিলেন। তবে গত মৌসুম শেষে অল রেডস ছাড়েন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এমএমএস