ঢাকা: বার্সেলোনার সাবেক তারকা জাভি আর সদ্যই সাবেক হওয়া রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াস ২০০০ সাল থেকেই স্পেন জাতীয় দলে খেলেছেন। সে দিনগুলোর কথা মনে করে সতীর্থ ক্যাসিয়াসকে ‘জোকার’ বলে সম্বোধন করেছেন জাভি।
জাভি আর ক্যাসিয়াসের বন্ধুত্ব জাতীয় দলের হয়ে খেলার আগে থেকেই। ১৯৯৭ সালে ফুটবলের এ দুই গ্রেট স্পেনের অনূর্ধ্ব-১৭ দলে এক সঙ্গে খেলেছেন। ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ছেড়ে পোর্তোতে নাম লিখিয়েছেন ক্যাসিয়াস। আর দীর্ঘ ১৭ বছর আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলে কাতারের ক্লাব আল সাদে পাড়ি জমিয়েছেন জাভি।
দীর্ঘদিনের বন্ধু ক্যাসিয়াসের বিদায় বেলায় জাভি তার প্রিয় বন্ধু সম্পর্কে বলেন, আমি ক্যাসিয়াসের কাছে অনেক কারণে কৃতজ্ঞ। আমি মনে-প্রাণে বিশ্বাস করি আমার আর ক্যাসিয়াসের মধ্যে বন্ধুত্বের অটুট বন্ধন রয়েছে। আমরা একই সঙ্গে বহু বছর খেলেছি। অনেক সময় ব্যয় করেছি দুই বন্ধু মিলে। অনেক ভালো আর খারাপ সময় অতিবাহিত করেছি।
স্পেনের হয়ে ১৩৩ ম্যাচ খেলা জাভি আরও বলেন, ড্রেসিংরুমে সব সময় মজা করে সকলকে আনন্দ দিত ক্যাসিয়াস। সে খুব মজা করতে ভালোবাসে। আসলে ক্যাসিয়াস একটা জোকার। তবে, তার মধ্যে অন্যকে সম্মান করার ব্যাপারটা রয়েছে। আর ক্যাসিয়াসের নেতৃত্ব আমাকে অবাক করে।
রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগালে পাড়ি জমিয়েছেন ক্যাসিয়াস। পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর সঙ্গে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্য দিয়েই ৩৪ বছর বয়সী এই গোলরক্ষকের রিয়াল অধ্যায়ের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৫
এমআর