ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদো বাহিনীর প্রাক-মৌসুমের সময়সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
রোনালদো বাহিনীর প্রাক-মৌসুমের সময়সূচি ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে কোনো শিরোপা না জেতা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরুর আগে নিজেদের সেরা ফর্মে ফিরে আসতে চায়। ১৮ জুলাই রাফা বেনিতেজের শিষ্যরা প্রাক-মৌসুমের ম্যাচে মাঠে নামবে।



গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে কোনো শিরোপার স্বাদ পায়নি রিয়াল। ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তে আনচেলত্তিকে বরখাস্ত করে নতুন করে ক্রিস্টিয়ানো রোনালদো, মার্সেলো, গ্যারেথ বেলদের দায়িত্ব দেওয়া হয় রাফা বেনিতেজকে। ইতোমধ্যেই শিষ্যদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নাপোলির সাবেক এ কোচ। প্রাক-মৌসুমেই প্রতিটি ম্যাচ জিতেই নতুন মৌসুম শুরু করতে প্রস্তুত রিয়াল।

১৮ জুলাই রিয়ালকে লড়তে হবে সিরি আ’র জায়ান্ট দল রোমার বিপক্ষে। ইতালিয়ান এ ক্লাবের বিপক্ষে রিয়ালকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে নামতে হবে। একই ভেন্যুতে ২৪ জুলাই ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে বেনিতেজের শিষ্যরা।

২৭ জুলাই রিয়ালের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইন্টার মিলান। চীনের মাটিতে এ ম্যাচে লড়বে রোনালদোরা। চীনের সাংহাইয়ে ৩০ জুলাই এসি মিলানের বিপক্ষে খেলবে স্প্যানিশ জায়ান্টরা।

এরপর জার্মানিতে উড়ে যাবে রিয়াল। সেখানে ৪ আগস্ট তাদের জন্য অপেক্ষা করবে টটেনহাম হটস্পার। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে পরের দিন খেলবে রিয়াল। তবে, সে ম্যাচে বেনিতেজের শিষ্যদের প্রতিপক্ষ কে থাকছে তা এখনও নির্ধারণ হয়নি।

জার্মানি থেকে এরপর সরাসরি রিয়াল উড়াল দেবে নরওয়েতে। অসলোর স্টেডিয়ামে বেনিতেজ শিষ্যদের ৯ আগস্ট মুখোমুখি হতে হবে ১০২ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী ক্লাব ভালেরেনগার বিপক্ষে।

এরপর নতুন মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুর দলটিকে ২২ আগস্ট লা লিগার শিরোপার জন্য মাঠে নামতে হবে। ১৬ সেপ্টেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে  মাঠে নামতে হবে রিয়ালকে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।