ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচি অনুযায়ী ঈদে মাত্র তিনদিন ছুটি পাচ্ছেন ফুটবলারা। ঈদুল ফিতর উপলক্ষে সরকারী ৩ দিনের নির্ধারিত ছুটি রয়েছে।
১৭ জুলাই প্রথম ম্যাচে বিকেল সোয়া ৪টায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির প্রতিপক্ষ ফেনী সকার ক্লাব আর সন্ধ্যা সাড়ে ৭টায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড লড়বে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। তাহলে বাড়ি যাবে কখন ফুটবলাররা?
ওদিকে, বাফুফের মতে ম্যাচ পেছালে লিগের শিডিউল বিপর্যয় ঘটবে। তাই নির্ধারিত সময়ে লিগের খেলা শেষ করতেই তারা খেলা চালিয়ে যেতে চায়। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘অনেক ক্লাব ঈদে ছুটি দিচ্ছে না ফুটবলারদের। আর আন্তর্জাতিক ভাবে তো ঈদের দিনও খেলা অনুষ্ঠিত হয়। এর আগে এএফসির একটি ম্যাচ ঈদের দিন অনুষ্ঠিত হয়েছে। তাই ঈদের আগের দিন খেলা অস্বাভাবিক নয়। '
তবে ক্লাব ও কর্মকর্তাগণ একই সুরে কথা বলছেন না। মোহামেডানের কোচ জসিম উদ্দিন জোসি বলেন, ১৮ জুলাই ঈদ হলে আগের দিন ম্যাচে অংশ নেওয়া সম্ভব নয়। ঈদকে সামনে রেখে সবাই নিজ নিজ বাড়িতে যায়। তাই সামাজিক ও ধর্মীয় দিক বিবেচনায় ১৭ জুলাই ম্যাচ খেলা সম্ভব নয়।
মোহামেডানের অধিনায়ক অরূপ বৈদ্য বলেন, ‘১৬ জুলাই সকালের অনুশীলন শেষে বিকেলে বাড়ি যাচ্ছি। টিকিটও কেটে রেখেছি। যতদূর জানি ফরাশগঞ্জের সাথে আমাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ’
আর রহমতগঞ্জের কোচ কামাল বাবু জানালেন, ‘১৭ তারিখে খেলার বিষয়ে আমদের আপত্তি আছে। বিষয়টি আমরা বাফুফেকে জানিয়েছি। আমার জানা মতে আমাদের প্রতিপক্ষ ফেনী সকারও ঐ দিন খেলতে নারাজ। এখন যদি বাফুফে বাধ্য করে তাহলে আর কি করার আছে। '
তবে শেষ পর্যন্ত ১৭ জুলাই দুটি ম্যাচ পিছিয়ে যেতে পারে জানিয়েছে বাফুফের আরেকটি সূত্র। সোমবার (১৩ জুলাই) পেশাদার লিগ কমিটির যে সভা অনুষ্ঠিত হবার কথা ছিল তা অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার (১৪ জুলাই) বাফুফে ভবনে লিগ কমিটির সভাটি অনুষ্ঠিত হবে। এ সভা থেকেই সিদ্ধান্ত আসবে ১৭ জুলাইয়ের ম্যাচ দুটির ভবিষ্যত।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৫
ইয়া/এমআর