ঢাকা: চড়া মূল্যে ম্যানচেস্টার সিটিতে পাড়ি দিতে যাওয়া রাহিম স্টারলিংকে কখনোই চায়নি অন্য ইংলিশ ক্লাব আর্সেনাল। এমনিটি জানিযেছেন দলটির কোচ আর্সেন ওয়েঙ্গার।
২০ বছরের এ ইংলিশ তারকা ম্যানসিটিতে রেকর্ড ৪৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দিতে যাচ্ছেন। যদিও অন্য অনেক ক্লাব স্টারলিংয়ের উপর নজর দিয়েছিল।
গুঞ্জন উঠেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ স্টারলিংকে দলে নিতে চেষ্টা করেছে। অন্যদিকে চেলসি ও আর্সেনালও এ ব্যাপারটি পর্যাবেক্ষণ করেছে। তবে ওয়েঙ্গার জানিযেছেন, লিভারপুল তারকাকে তিনি কখনো মনোযোগ দিযে দেখেনি।
ওয়েঙ্গার বলেন, ‘সে যখন থেকেই ক্লাব ছাড়তে চেয়েছে। তখন থেকেই সবাই তার প্রতি নজর দিয়েছে। আর ম্যানসিটি তাকে নিয়ে সেটা ভালো হয়েছে। এটা চড়া মূল্যের ছিল তবে তারা এটি করতে পেরেছে। ’
তিনি আরো বলেন, ‘আমরা স্টারলিংকে নিয়ে কখনোই ভাবিনি। তাছাড়া আমাদের দলে থিও ওয়ালকট, অ্যালেক্সিস সানচেজ, জ্যাক উইলশারের মত ফুটবলার তো রয়েছেই। ’
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমএমএস