ঢাকা: মঙ্গলবার (১৪ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে টিম বিজেএমসিকে ৪-১ গোলে পরাজিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জামালের হয়ে একটি করে গোল করেন ওয়েডসন এনসেলমে ও ল্যান্ডিং ডার্বোয়ে।
ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। নাইজেরিয়ান ফরোয়ার্ড ডালিংটনের ক্রসে বল পেয়ে বিজেএমসির জালে প্লেসিং করেন সোহেল রানা (১-০)। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুনের সুযোগ হাতছাড়া করে জামাল। বা দিক থেকে ওয়েডসন শট নিলেও বল পোস্ট ঘেসে মাঠের বাইরে চলে যায়।
৩০ মিনিটে সোহেলের ক্রস থেকে ডালিংটনের হেড কোনো রকমে ফিরিয়ে দেন বিজেএমসির গোলরক্ষক আরিফুল ইসলাম। ৩২ মিনিটে সমতায় ফেরার একটা সুযোগ পায় বিজেএমসিও। কিন্তু ফাঁকা পোস্টে বল নিয়ে ঢুকে পড়েও সুবিধা করতে পারেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে।
তবে ৩৯ মিনিটে সমতায় ফেরে জাকারিয়া বাবুর শিষ্যরা। জামালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দর্শনীয় শটে বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার এবং দলীয় অধিনায়ক স্যামসন ইলিয়াসু বল জালে পাঠার (১-১)। বল আটকাতে গিয়ে উল্টো আহত হয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক মাঝহারুল। তার বদলে মাঠে নামেন বদলি গোলরক্ষক মাকসুদ। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি জামাল। ফলে ১-১ এর সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডার্বোয়ে (২-১)। ব্যবধানটা আরো বাড়াতে পারতো তারা। কিন্তু পরের মিনিটেই ডালিংটনের জোড়ালো শট সহজেই লুফে নেয় বিজেএমসির গোলরক্ষক।
৬৮ মিনিটে সোহেল রানার ক্রসে বল পেয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন ডালিংটন (৩-১)।
আর ইনজুরি সময়ে মিডফিল্ডার ডার্বোয়ের কাছ থেকে বল পেয়ে বিজেএমসির জালে পাঠান ওয়েডসন এনসেলমে (৪-১)।
এ জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শেখ জামাল। আর সমান সংখ্যক ম্যাচে বিজেএমসির সংগ্রহ ১২ পয়েন্ট, অবস্থান সপ্তম।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৫
ইয়া/আরএম