ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গুরুর কাছে ফিরলেন রবিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
গুরুর কাছে ফিরলেন রবিনহো

ঢাকা: চাইনিজ সুপার লিগের ক্লাব গুয়াঙ্গজু এভারগ্র্যান্ডে ছয় মাসের জন্য চুক্তি করলেন রবিনহো। আর সেই সঙ্গে সাবেক ব্রাজিল কোচ লুইজ ফিলিপ স্কলারির অধীনে আবারো খেলার সুযোগ হলো এ ব্রাজিলিয়ান জাতীয় দলের তারকার।



সাবেক সান্তোস স্ট্রাইকার এতদিন এসি মিলানের হয়ে চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু মিলান আবার সান্তোসের কাছে ধারে রেখেছিল ৩১ বছরের এ ফুটবলারকে। তবে সিরিআ ক্লাবটির সঙ্গে জুনে চ‍ুক্তি শেষ হয়ে যাওয়ায় সাবেক ব্রাজিল কোচ তাকে দলে টেনে নেন।

রবিনহো ৩৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০০৮ সালে ম্যানচেস্টার সিটি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছিলেন। আর সদ্য শেষ হওয়া কোপা আমেরিকায় রবিনহোর ভালো পারর্ফম দেখে সন্তুষ্ট স্কলারি তাকে দলে ভেড়ান।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।