ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নতুন জার্সিতে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
নতুন জার্সিতে চেলসি ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১৫-১৬ মৌসুমের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে স্পন্সর হিসেবে এবারে নাম লেখালো জাপানি কোম্পানি ইয়োকোহামা টায়ার।

আর জার্সিটির প্রচারমূলক অভিযানে নেতৃত্বে ছিলেন দলের মূল স্ট্রাইকার দিয়েগো কস্তা।

অ্যাডিডাসের তৈরী করা এ জার্সিটিতে স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে ‘এটা যদি নীল না হয়, তাহলে হবে’। আর আগামী মৌসুমে ব্লুজরা ইউরোপিয়ান ও ঘরোয়া লিগে রাজত্ব করাই মূল লক্ষ্য।

নতুন এ জার্সিটি যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুমে ফুটবলাররা গায়ে জড়াবেন। সেখানে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নিউইয়র্ক রেড বুলস, বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে খেলবে।

প্রচারমূলক অভিযানের স্থির ছবিটিতে স্প্যনিশ তারকা কস্তা ছাড়াও অস্কার, জন টেরি, এডেন হ্যাজার্ড, থাইবাউট কোরতোইস ও উইলিয়ান ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।