ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি ছেড়ে অবশেষে মেজর লিগ সকারে পাড়ি জমালেন আইভোরি কোস্টের সাবেক তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা। নতুন মৌসুমে ৩৭ বছর বয়সী এ তারকা মন্ট্রিল ইমপ্যাক্টের হয়ে খেলবেন।
চেলসি ছাড়ার পর দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা দ্রগবা মেজর লিগ সকারের শিকাগো ফায়ারে যোগ দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে, অবশেষে মন্ট্রিলেই তার নতুন ঠিকানা খুঁজে নিলেন।
দ্রগবাকে দলে ভেড়াতে পেরে মন্ট্রিলের টেকনিকেল ডিরেক্টর অ্যাডাম ব্রাজ জানিয়েছেন, আমরা খুব খুশি দ্রগবার মতো ফুটবলারকে দলে ভেড়াতে পেরে। সে ইউরোপের মতো জায়গায় থেকে নিজের সেরা ফুটবল খেলেছে। তার গোল করার সহজাত প্রবৃত্তি, ফুটবলে তার অভিজ্ঞতা আর নেতৃত্ব খেলার মাঠে আমাদের দারুণ কাজে দেবে।
এদিকে, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ যোগ দিতে পারেন দেশের জার্সি গায়ে ১০৪ ম্যাচ খেলা দ্রগবা। আইএসএল-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো দ্য কলকাতার হয়ে দেখা যেতে পারে তাকে।
ইংলিশ ক্লাব চেলসির কিংবদন্তি তারকা দ্রগবা দুই মেয়াদে ব্লুজদের হয়ে খেলেছেন ৩৭৯টি ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ১৬৪টি। তারকা এ স্ট্রাইকার চেলসির হয়ে চারটি প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৫
এমআর