ঢাকা: চলমান প্রিমিয়ার লিগের বৃহস্পতিবার শেখ রাসেল বনাম ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচে ৫-০ গোলে জয় পেয়েছে দলটি। ম্যাচে আবাহনীর হয়ে সানডে হ্যাটট্রিক করেন।
১৫ ম্যাচ পর আবাহনীকে সংগ্রহ ৩০ পয়েন্ট, অবস্থান দুই। ১৪ ম্যাচে শেখ রাসেলের ২৯ পয়েন্ট, অবস্থান ১৩ তিন।
৪১ মিনিটে শাহেদের দেয়া বল বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোল করেন আবাহনীর নাসির। প্রথমার্ধ শেষে ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু’দলের ফুটবলারদের মধ্যে শারীরিক শক্তি প্রয়োগ করে খেলার প্রবণতা দেখা যায়। ৫৪ মিনিটে কোমলের দেয়া বল রাব্বি ও ওয়ালীকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় ২-০ করেন সানডে।
এরপর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ৫৪ ও ৮৩ মিনিটে টানা দুই গোল করলে স্কোর দাঁড়ায় ৩-০। ৭৭ মিনিটে সেটাকে ৪-০ তে পরিণত করেন আবাহনী শাহেদুর আলম সিনিয়র। তারপরও শেষ হয়নি আবাহনীর গোলের মহোৎসব। ৮৯ মিনিটে ব্যক্তিগত তৃতীয় গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সানডে। লিগে এটা ষষ্ঠ হ্যাটট্রিকের ঘটনা। এই হ্যাটট্রিকের ফলে চলমান লিগে সানডের গোলসংখ্যা দাঁড়ালো ১০-এ।
শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়াতে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে পূর্ণ পয়েন্ট পাওয়ার তৃপ্তিতে মাঠ ছাড়ে জর্জ কোটানের আবাহনী।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এনএস/