ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চলে গেলেন মারাকানার নায়ক ঘিগিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
চলে গেলেন মারাকানার নায়ক ঘিগিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: চলে গেলেন মারাকানায় ব্রাজিল বধের নায়ক আলসিদেস ঘিগিয়া। মৃত্যুর সময় উরুগুয়ের সাবেক এ স্ট্রাইকারের বয়স হয়েছিল ৮৮ বছর।

হূদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ কিংবদন্তি ফুটবলার পৃথিবীর মায়া ত্যাগ করেন।

১৯৫০ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল, ১-১ গোলের সমতায় ছিল উরুগুয়ে ও স্বাগতিক ব্রাজিল। তবে খেলার দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে পুরো স্টেডিয়াম জুড়ে নেমে আসে নিরবতা। ঘিগিয়ার গোলে উরুগুয়ে ২-১ গোলে দ্বিতীয়বারের মত শিরোপা জিতলে ম্যাচটির নাম দেওয়া হয় ‘মারাকানা ট্রাজেডি’।

১৯৫০ বিশ্বকাপ জয়ী সেই ফুটবল দলের শেষ তারকা হিসেবে এতদিন বেঁচে ছিলেন ঘিগিয়া।

১৯৫০ থেকে ১৯৫২ পর্যন্ত ‍উরুগুয়ের হয়ে ১২ ম্যাচে চারটি গোল করেছিলেন ঘিগিয়া। তবে ১৯৫৭ থেকে ১৯৫৯ পর্যন্ত তিনি ইতালি জাতীয় ফুটবল দলের হয়ে পাঁচটি ম্যাচে খেলেছিলেন, যেখানে তিনি একটি গোলও করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।