ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রীতি ম্যাচে ম্যানসিটির কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
প্রীতি ম্যাচে ম্যানসিটির কষ্টের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: শেষ মুহূর্তের গোলে মেলবোর্ন সিটিকে ১-০ ব্যাবধানে হারিয়ে কষ্টের জয় পেল ম্যানচেস্টার সিটি। সিবাস সুপার স্টেডিয়ামে সিটিজেনদের হয়ে একমাত্র গোলটি করেন সামির নাসরি।

তবে সাইড বেঞ্চে বসে দলের খেলা দেখতে হয় রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে সিটিতে যোগ দেওয়া রাহিম স্টারলিংকে।

গত মঙ্গলবার লিভারপুল থেকে ৪৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতিহাদ স্টেডিয়ামে পাড়ি দেন স্টারলিং। যা সিটিজেনদের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোন ফুটবলার হলেন এ ইংলিশ ফুটবলার।

‘এ’ লিগের দল মেলবোর্নের বিপক্ষে খেলার প্রথমার্ধ ম্যানুয়েলে পেল্লেগ্রিনির শিষ্যরা গোল করতে না পারলেও দারুণ ফুটবল প্রদর্শন করেন।

তবে দ্বিতীয়র্ধের শেষের দিকে ভাবা হচ্ছিল ড্র নিয়েই মাঠ ছাড়বে দু’দল। কিন্তু খেলার নির্ধারিত সময়ের মাত্র চার মিনিট আগে ব্রোনো জুচুলিনির অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে ম্যাচে ইংলিশ দলটির জয় পাইয়ে দেন নাসরি।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।