ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদকে ট্রাইবেকারে হারালো রোমা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারতি সময়ে গোল না হওয়ায় পরে স্প্যানিশ জায়ন্ট রিয়ালকে পেনাল্টি শুটআউটে ৬-৭ ব্যবধানে হারায় ইতালিয়ান ক্লাব রোমা।
ইউরোপ থেকে সদূর অস্ট্রেলিয়ার মাটিতে দু’দলই সফরকারী হিসেবে মাঠে নামে। তবে খেলার দুই অর্ধ গোল শুন্য থাকতে হয় তাদের। এ খেলার নিয়ম অনুযায়ী ৯০ মিনিট পর অতিরিক্ত আর কোন সময় যোগ করা হয়নি।
তাই রেফারি ট্রাইবেকারের বাঁশি বাজান। তবে ট্রাইবেকারে দু’দল নিজেদের প্রথম ছয়টি শট থেকে গোল আদায় করে নিলেও লস ব্লাঙ্কসদের হয়ে সপ্তম শট নিতে আসা লুকাস ভাজকুয়েজ মিস করে বসেন। অন্যদিকে রোমার হয়ে সপ্তম শট করতে আসা সেইদু কেইটা গোল করলে জয়ের আনন্দে উপভোগ করে সিরিআ লিগের দলটি।
এদিকে এ ম্যাচ হেরে ব্যাপক হতাশ রিয়াল শিবির। কারণ গত মৌসুমে কোন শিরোপাই জিততে পারেনি সান্থিয়াগো বার্নাব্যুর দল। অন্যদিকে রিয়ালের হয়ে প্রথম কোচিং অ্যাসাইনমেন্টেই হারের মুখ দেখলেন রাফায়েল বেনিতেজ। ২০১৪-১৫ মৌসুম শেষে কার্লোস আনচেলত্তিকে বিদায় করে রিয়ালের কোচ করা হয় সাবেক লিভারপুল ও নাপোলি বস বেনিতেজকে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এমএমএস