ঢাকা: যুক্তরাষ্ট্রে বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে বিশ্রাম দেওয়া হয়েছে দলের সেরা তারকা লিওনেল মেসিকে। আর্জেন্টাইন অধিনায়কের বিশ্রাম প্রয়োজন আছে জানিয়ে এমনটি বলেন দলের কোচ লুইস এনরিক।
বার্সার ১০ নম্বর জার্সির এ তারকার হাত ধরেই দ্বিতীয়বারের মত ট্রেবল জিতেছে বার্সা। তবে জাতীয় দলের হয়ে বিশ্বকাপের পর কোপা আমেরিকাতেও ফাইনালিস্ট হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে আলবিসেলিস্তা অধিনায়ককে।
এদিকে মেসির বিশ্রামের ব্যাপারটি নিশ্চিত করার পাশাপাশি এনরিক জানিযেছেন, ইউরোপে রাজত্ব করা বার্সা বিশ্বব্যাপীও নিজেদের সাফল্য ধরে রাখবে।
এনরিক বলেন, ‘মেসি যুক্তরাষ্ট্রে আসছে না কারণ তার বিশ্রাম দরকার। তার ফুটবল শৈলী দারুণ। তবে তার কিছুটা বিশ্রাম অবশ্যই দরকার। সেই সঙ্গে সেখানে ম্যাচে ভালো করার ব্যাপারেও আমি আশাবাদী। ’
কাতালান ক্লাবটি গত মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমএমএস