ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অঘটনের শিকার চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
অঘটনের শিকার চেলসি ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অঘটনের শিকার হয়েছে চেলসি। মেজর লিগ সকারের দল নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরে লজ্জাই পেল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি।



এ ম্যাচে চেলসির হয়ে অভিষেক হয়েছিল গোলরক্ষক আসমির বেগোভিচের। তবে হ্যারিসনের রেড বুল অ্যারিনায় অভিষেক ম্যাচটি সুখকর হলো না স্টোকসিটি থেকে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমানো এ গোলরক্ষকের।

এদিন দু’দলের লড়াই অবশ্য প্রথম থেকেই জমে ওঠে। কিন্তু ম্যাচের ২৬ মিনিটে ব্লুজ তারকা লোইক রেমি গোল করে চেলসিকে লিড পাইয়ে দেন। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় চেলসি।

বিরতির পরেই ম্যাচে নিজেদের ফেরাতে আক্রমণাত্বক হয়ে ওঠে রেড বুলস। এরই সুবাদে ম্যাচের ৫১ মিনিটে চেলসি ডিফেন্ডারদের ভুলের খেসারত দিতে হয়। ফ্রাঙ্কলিন ক্যাসেলানোস গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান।

ম্যাচের ৭০ মিনিটে টেইলর অ্যাডাম গোল করে রেড বুলসকে লিড এনে দেন (২-১)। আর তিন মিনিট পরেই লিড বাড়ান সেন ডেভিস। তবে ৭৫ মিনিটে এডেন হ্যাজার্ড অসাধারণ একটি গোল করলে আবারো নাটকীয়তা বাড়ে (৩-২)।

কিন্তু আক্রমণে ব্যস্ত রেড বুলস এদিন চেলসিকে পুরোপুরি চেপে ধরে। ৭৫ মিনিটেই আবারো লিড বাড়ায় দলটি। দলের চতুর্থ ও নিজের জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ডেভিস।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।