ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলের চূড়ান্ত পর্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলের চূড়ান্ত পর্ব ছবি: জি এম মুজিবুর রহমান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৪ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা। চূড়ান্ত পর্বে দুই গ্রুপে বিভক্ত হয়ে ৮টি দল অংশ গ্রহণ করছে।



এর আগে গত ১৮-২৩ মে ৬৪ জেলার ৬ টি ভেন্যুতে আসরের প্রাথমিক পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৬ ভেন্যুর চ্যাম্পিয়ন ও দুই সেরা রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

গ্রুপ 'ক' এর দলগুলো হচ্ছে: ময়মনসিংহ জেলা, সাতক্ষীরা জেলা, খুলনা জেলা ও দিনাজপুর জেলা। গ্রুপ 'খ' এর দলগুলো হচ্ছে: নারায়নঞ্জ জেলা, রংপুর জেলা, টাঙ্গাইল জেলা ও রাজশাহী জেলা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে চূড়ান্ত পর্বে গ্রুপ পর্বের খেলা ও  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বাফুফে মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন জানালেন, ' এই আসরের মূল উদ্দেশ্য ভালো খেলোয়াড় খুজে বের করা। এটাই দেশ ব্যাপি এই 'ট্যালেন্ট হান্ট' এর মূল উদ্দেশ্য ছিল। এখান থেকেই ভবিষ্যতে মহিলা জাতীয় দলের খেলোয়াড় উঠে আসেবে। '

তিনি আরো জানালেন, এ আসরের জন্য বাফুফেকে প্রায় ৩০ হাজার ডলার অনুদান দিয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। আসরের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা আর রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে। '

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৫
ইয়া/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।