ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গার্দিওলার চুক্তি নবায়নে আশাবাদী ন্যুয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
গার্দিওলার চুক্তি নবায়নে আশাবাদী ন্যুয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: আর এক মৌসুম পর বায়ার্ন মিউনিখের সঙ্গে পেপ গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এখন পর্যন্ত বুন্দাসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করেন নি ৪৪ বছর বয়সী এ স্প্যানিশ কোচ।

তবে, এ ব্যাপারে আশাবাদী বায়ার্নের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার।

২০১৩ সালে তিন বছরের চুক্তিতে বায়ার্নের কোচের দায়িত্ব নেন গার্দিওলা। আগামী বছরের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে। এর আগে ২০০৮-১২ পর্যন্ত বার্সেলোনার কোচ হিসেবে তিনি সফল অধ্যায় পার করেন। এ সময়ে তার অধীনে ১৪টি শিরোপা জেতে কাতালানরা। এর মধ্যে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন লিগের শিরোপা রয়েছে।

এক সাক্ষাৎকারে ন্যুয়ার বলেন, ‘আমি নিশ্চিত যে, বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হবেন গার্দিওলা। এখানে কোচ হিসেবে তিনি দারুণ সময় পার করছেন। সব ঠিক থাকলে তিনি অবশ্যই চুক্তি নবায়ন করবেন। ’

সম্প্রতি গুঞ্জন ওঠে, এ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ হতে পারেন গার্দিওলা। তবে, বায়ার্ন কোচ ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা এক বাক্যে নাকচ করে দেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।