ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফেনী সকারের কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছে ফরাশগঞ্জ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচটি শুরুতে নিরুত্তাপ থাকলেও শেষ পর্যন্ত জমে ওঠে।
ম্যাচের ৩ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন ফেনীর অধিনায়ক আলী হোসাইন (১-০)। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড সোহেল মিয়া। আর ৩০ মিনিটে ফরাশগঞ্জের জালে আরো একবার বল পাঠান গামবিয়ান মিডফিল্ডার আল কেব্বা চেসি। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফেনীর প্রতিনিধিত্বকারী দলটি।
তবে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ম্যাচের ধারার বিপরীতে একটি গোল করেন ফরাশগঞ্জের রাসেল (৩-১)। ৭২ মিনিটে ফরাশগঞ্জের প্রণব কুমার দের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সকারের ডিফেন্ডার আলাউদ্দিন (আত্মঘাতী) (৩-২)। ফলে ম্যাচে ফেরার সম্ভবনা প্রবল হয়ে ওঠে ফরাশগঞ্জের।
কিন্তু ৭৭ মিনিটে সকারের হয়ে করা গাম্বিয়ান মিডফিল্ডার দাউদা চেসাইয়ের গোলটি ফরাশগঞ্জের সব স্বপ্ন চূর্ণ করে দেয় (৪-২)।
আর ইনজুরি সময়ে দশ জনের দলে পরিণত হয় ফরাশগঞ্জ। ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জহিরুল ইসলাম। তবে ১০ জনের ফরাশগঞ্জের জালে আর কোন বল পাঠাতে পারেনি ফেনী সকার। তাই ৪-২ গোলের জয় নিয়েই তারা মাঠ ছাড়ে।
উল্লেখ্য, ১৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম অবস্থানে উঠে এসেছে ফেনী সকার। আর সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তবে ফরাশগঞ্জ এভাবে জয়হীন থাকলে পেশাদার লিগ থেকে ছিটকে যাবে দলটি।
শুক্রবার প্রিমিয়ার ফুটবল লিগে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিকেল সোয়া চারটায় মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে রহমতগঞ্জ। আর সন্ধ্যা সাড়ে সাতটায় শেখ জামালকে মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়ন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৫
ইয়া/আরএম