ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাবেক তারকা উইঙ্গার লোবো কারাসকোর মতে, ছয় বছর আগের আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসির সঙ্গে বর্তমান মেসির অনেক পার্থক্য রয়েছে। বার্সার সেরা অস্ত্র মেসি ২০০৯ সালে যে মাপের ফুটবলার ছিলেন, ২০১৫ সালে এসে তার থেকে আরও পরিণত হয়েছেন বলে মনে করেন কারাসকো।
কারাসকো জানান, লিও মেসি এখন অনেক পরিণত ফুটবলার। সে এখন ৪০ মিটার দূর থেকে গোল করতে সক্ষম। ড্রিবলিংয়ে মেসির মতো সেরা আর কেউ নেই। খুব সামান্য সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারে সে।
কারাসকো আরও যোগ করেন, আমার চোখে বর্তমান সেরা ফুটবলার হলেন আন্দ্রেস ইনিয়েস্তা, টনি ক্রুস আর ইসকো। তবে, তাদের থেকেও এগিয়ে মেসি। গোটা বিশ্বে আমি তার মতো ফুটবলার আর দেখিনি।
মেসি প্রসঙ্গে বলতে গিয়ে ৫৬ বছর বয়সী কারাসকো জানান, এ মুহূর্তে মেসি মানসিক আর শারীরিক দিক দিয়ে সেরা অবস্থানে রয়েছে। সে দলকে দারুণভাবে টেনে তুলতে পারছে। প্রত্যেক ফুটবলারই মেসির সঙ্গ নিয়ে খেলতে ভালবাসে। আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর যখন ক্লাব পর্যায়ে খেলা শুরু করে, তখনও তাকে থামানো যেতো না। ২০১৫ সালে এসেও মেসিকে আটকে রাখা যায় না।
বার্সার হয়ে মেসি সাতবার লি লিগা শিরোপা, তিনবার কোপা দেল রে, ছয়বার সুপারকোপা ডি এসপানা, চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুইবার উয়েফা সুপার কাপ আর দুইবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। ২০০৫ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমে এখন পর্যন্ত তিনি ১০৩ ম্যাচ খেলে গোল করেছেন ৪৬টি। আর কাতালান ক্লাবটির হয়ে ৫১৪ ম্যাচে মেসির গোলসংখ্যা ৪২৩টি।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৫
এমআর