ঢাকা: পানামাকে ২-১ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করে মেক্সিকো। তবে ওই ম্যাচটি ছিল যথার্থই বিতর্কিত।
মেক্সিকানদের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। আমেরিকান রেফারি মার্ক গেইগারের বিতর্কিত সিদ্ধান্তের সুবাদে পিছিয়ে থেকেও সমতায় ফেরে মিগুয়েল হেরেরার শিষ্যরা। অতিরিক্ত সময়ে আবারো পেনাল্টি থেকে গোল আদায় করে জয় নিয়ে মাঠ ছাড়ে মিগুয়েল হেরেরার শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় রেফারির সিদ্ধান্তের জের ধরে দু’দলের খেলোয়াড়রা তর্কে জড়ালে প্রায় ১০ মিনিট যাবৎ খেলা বন্ধ থাকে। তাই নির্ধারিত সময়ের সঙ্গে ১৭ মিনিট ইনজুরি সময় যোগ করা হয়। পেনাল্টি থেকে ইনজুরি সময়ের দশ মিনিট ও অতিরিক্ত সময়ের পনের মিনিটের মাথায় গোল দুটি করেন ডিফেন্ডার জোসে আন্দ্রেস গুয়ার্দাদো।
এর আগে প্রথমার্ধের ২৫ মিনিটে স্ট্রাইকার লুইস তেজাদা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় পানামা। তা স্বত্ত্বেও ৫৭ মিনিটে ডিফেন্ডার রোমান তোরেসের গোলে তারা লিড নেয়। কিন্তু, রেফারির বিতর্কিত সিদ্ধান্তে শেষ পর্যন্ত পানামার স্বপ্নভঙ্গ হয়।
ম্যারাডোনা তার ফেসবুক পেইজে উল্লেখ করেন, ‘আমি পানামার খেলোয়াড়দের প্রতি সংহতি প্রকাশ করছি। সেমিফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজন করার পাশাপাশি রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা উচিৎ। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণেই মেক্সিকো ফাইনালের টিকিট পেয়েছে। ’
মেক্সিকানদের ওপর ম্যারাডোনার ক্ষোভ নতুন কিছু নয়। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে মেক্সিকান রেফারি এডগার্দোর বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় জার্মানি। ৮৫ মিনিটে স্পট কিক থেকে আন্দ্রেস ব্রেহমির করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। অপরদিকে, আর্জেন্টিনার টানা দুবার বিশ্বকাপের শিরোপা জেতার লক্ষ্যটা ভেস্তে যায়।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
আরএম