ঢাকা: ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে শনিবার থেকে। বড় জয়ে শুভসূচনা করেছে ময়মনসিংহ এবং সাতক্ষীরা।
বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে প্রথম ম্যাচে ময়মনসিংহ ৫-০ গোলে দিনাজপুরকে হারায়। বিজয়ী দলের মারিয়া মান্দা জোড়া গোল করেন। এছাড়া একটি করে গোল করেন মারজিয়া, সাজেদা ও সাবিনা। একই ভেন্যুতে দিনের অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে খুলনাকে ৭-১ গোলে হারায় সাতক্ষীরা। বিজয়ী দলের পারভীন একাই হ্যাটট্রিকসহ করেন চার গোল। এছাড়া একটি করে গোল করেন আরিফা, নাসরিন সুলতানা ও হোসনে আরা। বিজিত দলের একমাত্র গোলটি করেন অরিন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবলার এবং নারায়ণগঞ্জ জেলা ফুটবল সংস্থার সভাপতি আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং বাফুফের মহিলা উইংয়ের ডেপুটি চেয়ারম্যান ও এএফসির কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।
এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। ৩০ জুলাই পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ৩১ জুলাই দুটি সেমিফাইনাল। ২ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৫
ইয়া/এমএমএস