ঢাকা: ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্সকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ ফুটবলে শিরোপা অক্ষুণ্ণ রাখার আরও কাছে পৌঁছে গেল শেখ জামাল।
শনিবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের এ ম্যাচে প্রথমার্ধে জামাল এগিয়ে ছিল ৪-১ গোলে।
ম্যাচে জামালের জয়ে হ্যাটট্রিক করেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে। এছাড়া জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। বিপক্ষ ব্রাদাসের হয়ে একমাত্র গোলদাতা হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন।
ম্যাচের ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে জামালের ল্যান্ডিং ডার্বোয়ের শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি ব্রাদার্স গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। ফলে ম্যাচে লিড নেয় জামাল (১-০)। ১৮ মিনিটে বা পায়ের তীব্র শটে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা ডার্লিংটন (২-০)।
৩১ মিনিটে ফ্রি কিকে থেকে গোল করে ব্যবধান কিছুটা কমান ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসন (১-২)। ৪৫ মিনিটে বাম প্রান্ত থেকে জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের ব্যাক পাসে পা ছুঁইয়ে এমেকা আবারও ব্রাদার্সের জাল কাঁপান (৩-১)। লিগে এটি তার ১৫তম গোল। প্রথমার্ধের ইনজুরি টাইমে আরও এক গোল করেন ল্যান্ডিং ডার্বোয়ে (৪-১)।
৫৬ মিনিটে হ্যাটট্রিক করেন ল্যান্ডিং ডার্বোয়ে (৫-১)। লিগে এটি তার ১১তম গোল। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জামাল।
১৭ ম্যাচে এটি জামালের ১৩তম জয়। ৪২ পয়েন্ট নিয়ে এখন সবার শীর্ষে বর্তমান শিরোপাধারী শেখ জামাল।
এছাড়া এটি জামালের টানা পঞ্চম ম্যাচে জয়। পক্ষান্তরে নিজেদের ১৭ ম্যাচে এটি ব্রাদার্সের চতুর্থ হার। ২৯ পয়েন্ট নিয়ে আগের চতুর্থ স্থানেই থেকে গেল দলটি। এ ম্যাচে জিতলে লিগে রানার্সআপ হওয়ার একটি সুযোগ ছিল সৈয়দ নঈমউদ্দিনের শিষ্যদের। কিন্তু তা আর হলো না।
এরপর জামালের বাকি রয়েছে তিন ম্যাচ। প্রতিপক্ষ হলো মোহামেডান, মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনী। তিন ম্যাচে যদি জামাল হেরে যায় এবং মোহামেডান ও ঢাকা আবাহনী তাদের বাকি সব ম্যাচে জেতে, তাহলে তাদের জামালের চেয়ে এক পয়েন্ট (৪৩) বেশি পাওয়ার সুযোগ রয়েছে।
তবে এক্ষেত্রে মোহামেডান-আবাহনীর চেয়েও এগিয়ে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র লি.। কারণ, তারা খেলেছে এক ম্যাচ কম (১৫ ম্যাচে পয়েন্ট ২৯)। তাই তারা বাকী পাঁচ ম্যাচের সবগুলোতে জিতলে তাদের পয়েন্ট হবে সবার চেয়ে বেশি (৪৪ পয়েন্ট)।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
ইয়া/এসএস