ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি-নেইমার বিহীন বার্সার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
মেসি-নেইমার বিহীন বার্সার হার ছবি: সংগৃহীত

ঢাকা: এক রকম অঘটনের শিকারই হলো ট্রেবল জয়ী বার্সেলোনা। একের পর এক শিরোপা জয়ী দলটি মুখ থুবড়ে পড়লো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রেড ডেভিলসদের কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হারলো কাতালান ক্লাবটি। যদিও এ ম্যাচে ছিলেন না দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমার।

ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে এদিন কোন পাত্তাই পেল না স্পেন চ্যাম্পিয়নরা। খেলার শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে ম্যানইউ। এরই সুবাদে খেলার আট মিনিটেই ওয়েন রুনি গোল করলে চাপে পড়ে বার্সা। অ্যাশলে ইয়ংয়ের অ্যাসিস্টে হেডের মাধ্যমে শুভসূচনা করেন এ ইংলিশ তারকা।

তবে খেলার প্রথমার্ধ বার্স‍া কয়েকটি সুযোগ তৈরী করলেও তা থেকে কোন গোল আদায় করে নিতে পারেনি। দলের মূল স্ট্রাইকার লুইস সুয়ারেজ নষ্ট করেন সহজ একটি সুযোগ। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় প্রিমিয়ার লিগের দলটি।

বিরতি পর বার্সা ঘাড়ে আবারো চেপে বসে ম্যানইউ। আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে দলটি। ম্যাচের ৬৫ মিনিটে লিড দ্বিগুন করেন লুইস ফন গালের শিষ্যরা। টেইলর ব্লাকেটের সহায়তায় হেসে লিনগার্ড গোল করেলে স্কোর দাড়ায় ২-০।

এদিকে খেলার শেষ দিকে ম্যাচ ফিরতে মরিয়া বার্সা বেশ কয়েকটি আক্রমণ চালায়। ৯০ মিনিটে সার্জি রোবের্টোর সহায়তায় দারুণ এক ভল্যির মাধ্যমে বার্সার হয়ে ব্যবধান কমান রাফিনহা(২-১)।

তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই (৯১) বার্সার হার নিশ্চিত করেন আদনান জানুজাজ। দ্বিতীয় গোলের মালিক লিনগার্ড এবার দারুণ দক্ষতায় বল বানিয়ে দিলে গোল করেন জানুজাজ।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।