ঢাকা: ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে এক জমজমাট লড়াইয়ের পর টিম বিজেএমসি’র বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল ক্রীড়া চক্র।
চলমান ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ’-এ টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল মারুফুল হকের শিষ্যরা। ম্যাচে রাসেলের হয়ে গোল করেন ইকাঙ্গা ও দামির ইভরিচ।
রোববার (২৬ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো রাসেল। কিন্তু কিংসলে চিগোজির কাছ থেকে বল পেয়ে রাসেলের বসনিয়ান ফরোয়ার্ড দামির ইবরিচ গোল করতে ব্যর্থ হন। তার শট ঝাঁপিয়ে পড়ে লুফে নেন টিম বিজেএমসি’র আরিফুরজ্জামান হিমেল।
তবে তুলনামূলক দুর্বল দল টিম বিজেএমসি ম্যাচের প্রথমার্ধ জুড়ে বেশ ভালো খেলেছে। ৩৪ মিনিটে টিম বিজেএমসি’র একটি দলগত আক্রমণ বেশ দক্ষতার সঙ্গেই রুখে দেয় রাসেলের রক্ষণভাগ। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ গুছিয়ে খেলতে শুরু করে মারুফুল হকের শেখ রাসেল। তবে পিছিয়ে ছিল না বিজেএমসিও। ৫২ মিনিটে বিজেএমসি’র আলি আকবর কাননের দূরপাল্লার শট বার ছুঁয়ে চলে যায় মাঠের বাইরে।
৬৩ মিনিটে কিংসলে চিগোজিকে ডি বক্সের মধ্যে বাজেভাবে ফেলে দেন টিম বিজেএমসির গোলরক্ষক হিমেল। ফলে রেফারি সুজিত ব্যানার্জী পেনাল্টির নির্দেশ দেন। রেফারির পেনাল্টি নির্দেশের প্রতিবাদে মাঠ পাশে চলে আসে টিম বিজেএমসি’র খেলোয়াড়রা। এরপর প্রায় সাত মিনিট খেলা বন্ধ ছিল। পরে ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাসেলের ক্যামেরুনের মিডফিল্ডার ইকাঙ্গা (১-০)।
৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসেলের বসনিয়ার ফরোয়ার্ড দামির ইবরিচ (২-০)। এরপরের মিনিটে রাসেলের বদলি মিডফিল্ডার রুম্মান হোসেন একক নৈপুণ্যে বল নিয়ে ডি বক্সে ঢুকে যান। কিন্তু ডি বক্সের মধ্যে তার পাস পৌঁছায়নি সতীর্থ কিংসলে চিগোজির কাছে। ফলে একটি গোলের সুযোগ মিস হয়ে যায় রাসেলের।
৮৫ মিনিটে ব্যবধান কমায় টিম বিজেএমসি। ডি বক্সের মধ্যে শেখ রাসেলের গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে শট নিয়ে গোল করেন মেহেদি হাসান তপু (২-১)।
এরপর অনেকটাই আক্রমণাত্মক হয়ে ওঠে বিজেএমসি। একাধিকবার বল নিয়ে দলটি রাসেলের বিপদ সীমায় ঢুকে পড়ে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
এ জয়ের ফলে ১৬ ম্যাচে রাসেলের সংগ্রহ ৩২ পয়েন্ট। একধাপ এগিয়ে দলটির অবস্থান তৃতীয়। আর ১৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান ৯ম।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ইয়া/এসএস