ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাফা বেনিতেজের শিষ্যরা ইন্টার মিলানকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নেয়।
ক্যান্টনের গুয়ানজুহুতে রবার্তো ম্যানচিনির ইন্টার মিলানের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে গত মৌসুমে কোনো শিরোপার দেখা না পাওয়া রিয়াল। শুরুর একাদশে স্পেনের দলটির হয়ে রাফা বেনিতেজ মাঠে নামান কেইলর নাভাস, দানিলো, পেপে, সার্জিও রামোস, মার্সেলো, ক্যাসিমিরো, টনি ক্রস, ইসকো, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর জেসে রদ্রিগেজকে।
ম্যাচের ২৯ মিনিটের মাথায় জেসে রদ্রিগেজের গোলে এগিয়ে যায় রিয়াল। দলকে লিড পাইয়ে দিতে জেসেকে গোল করতে সাহায্য করেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। বিরতির আগে একমাত্র গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় রোনালদো বাহিনী।
বিরতির পর ইন্টার মিলানকে আরও চেপে ধরে রিয়াল। ম্যাচের ৫৬ মিনিটের মাথায় লুকাস ভাজকুয়েজের অ্যাসিস্ট থেকে গোল করে দলের লিড দ্বিগুন করেন রাফায়েল ভারানে। আর দলের তৃতীয় গোলটি করেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। ম্যাচের ৭৮ মিনিটে ইসকোর বদলি হিসেবে নামা রদ্রিগেজ খেলার ৮৮ মিনিটে গোলটি করেন।
ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে চীন সফরে বেশ ভালোই করে রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৫
এমআর