ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাঁতারে পারুলের স্বর্ণ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
সাঁতারে পারুলের স্বর্ণ জয়

ঢাকা: স্পেশাল অলিম্পিকস সামার ওয়ার্ল্ড গেমস যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে শুরু হয়েছে। চলবে ২ আগস্ট পর্যন্ত।

এই ক্রীড়া আসরে বাংলাদেশের ৮০ সদস্যের দল অ্যাথলেটিক্স, সাঁতার, বোচি, ব্যাডমিন্টন, ফুটবল ও টেবিল টেনিস ইভেন্টে অংশ নিচ্ছে।

ইতোমধ্যেই সাঁতার ও ফুটবলে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাঁতারে ১ স্বর্ণ, ২ রৌপ্য ও ১ তাম্রপদক; ফুটবলে ১ ম্যাচে জয় ও ১ ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। মহিলাদের সাঁতারে ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে পারুল আক্তার স্বর্ণপদক লাভ করেছেন।

এছাড়া পুরুষদের ২৫ মিটার ব্যাক স্ট্রোকে মোহাম্মদ শামীম ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে আরিফ রহমান রোহন রৌপ্যপদক লাভ করেন। মহিলাদের ২৫ মিটার ব্রেস্ট স্টোকে তাম্রপদক পান মুন্নি আক্তার। ফুটবলে ট্র্যাডিশনাল টিম খেলায় ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। এছাড়া ইউনিফাইড টিমের খেলায় বাংলাদেশ ১-১ গোলে ড্র করে মেক্সিকোর সঙ্গে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।