ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে ঠিক পেরে উঠছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে পরাজয়ের পর চেলসির কাছ থেকেও হারের স্বাদ পেয়েছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বার্সাকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে খেলা ড্র হলে পেনাল্টি শুটআউটে ম্যাচের নিষ্পত্তি ঘটে। এ নিয়ে টানা দুই ম্যাচ হেরেছে কাতালানরা। অন্যদিকে, প্রীতি টুর্নামেন্টটিতে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফেডেক্স স্টেডিয়ামে খেলা শুরুর ১০ মিনিটেই লিড নেয় চেলসি। ডিফেন্ডার কার্ট জুমার পাস থেকে অসাধারণ এক গোল করেন এডেন হ্যাজার্ড। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রাকিটিচ-সুয়ারেজরা।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে লুইস সুয়ারেজের গোলে সমতায় ফেরে বার্সা। ১৪ মিনিট পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহার অ্যাসিস্ট থেকে কাতালানদের লিড এনে স্ট্রাইকার সান্দ্রো রামিরেজ। ২-১ গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল লা লিগা চ্যাম্পিয়নরা।
কিন্তু, শেষদিকে ম্যাচে ফেরে ব্লুজরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে উইলিয়ানের ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়ান অভিজ্ঞ ইংলিশ ডিফেন্ডার গ্যারি কাহিল। এরপর সমতায় থেকেই নব্বই মিনিটের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে চারটি শট নিয়ে সবগুলোই জালে পাঠান ফ্যালকাও-রামিরেসরা। কিন্তু, বার্সার হয়ে জেরার্ড পিকে ও তরুণ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার অ্যালেন হ্যালিলোভিক শট মিস করলে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়েন টেরি-উইলিয়ানরা।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আরএম