ঢাকা: অবশেষে কোচের পদ থেকে মিগুয়েল হেরেরাকে অব্যাহতি দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। মাত্র দু’দিন আগেই তার হাত ধরে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা ঘরে তোলে মেক্সিকো।
জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে দশমবারের মতো গোল্ড কাপের শিরোপা জেতে মেক্সিকো। অথচ হিরো থেকে আচমকা ভিলেনে পরিণত হন হেরেরা। বিমানবন্দরে মেক্সিকান টিভি চ্যানেলের রিপোর্টার ক্রিস্টিয়ান মার্তিনোলি হেরেরার সমালোচনা করে একটি সংবাদ প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে তার ঘাড়ে ঘুসি মেরে বসেন মেক্সিকোর কোচ। এর পরই ফুটবল বিশ্বে তাকে ঘিরে সমালোচনার ঝড় উঠে।
এফএমএফ এক বিবৃতিতে হেরেরাকে চাকরি থেকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে।
ফেডারেশনের প্রেসিডেন্ট দেসিও ডি মারিয়া উল্লেখ করেন, ‘হেরেরার বিষয়টি আমার সহকর্মীদের কাছ থেকে জেনে জাতীয় দলের কোচ থেকে তাকে অপসারনের সিদ্ধান্ত নিই। কিন্তু, আমাদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না। তবে, মনে হয় আমরা সঠিক পথটিই বেছে নিয়েছি। ’
তিনি আরও যোগ করেন, ‘ম্যাচ কখনো শেষ হবে না। প্রশ্নবিদ্ধ বাজে আচরণের জন্যই হেরেরা চাকরি হারিয়েছেন। জনমতের বিষয়টি তো আমাদের মাথায় রাখতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আরএম
** রিপোর্টারকে মারধর করলেন মেক্সিকান কোচ!