ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডোপ পরীক্ষায় ব্যর্থ ব্রাজিলের ফ্রেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
ডোপ পরীক্ষায় ব্যর্থ ব্রাজিলের ফ্রেড ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের পর কোপা আমেরিকার ৪৪তম আসরেও ব্যর্থ হওয়া ব্রাজিল দলে যেন একের পর এক বাজে ঘটনা ঘটে চলছে। বিশ্বকাপের আগে বাছাইপর্বের জন্য যখন দলটির কোচ কার্লোস দুঙ্গা শিষ্যদের গোছাতে শুরু করেছেন, তখনই দলটির তারকা মিডফিল্ডার ফ্রেডকে নিয়ে সমস্যা তৈরি হল।



ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড। এর আগে অখেলোয়াড়সুলভ আচরণে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সেলেকাওদের নিয়মিত অধিনায়ক নেইমার। ফলে, বাছাইপর্বের দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না বার্সার তারকা নেইমার।

গত মাসে কোপা আমেরিকার সময় ডোপ পরীক্ষায় বসতে হয় ফ্রেডকে। সে আসরে ২২ বছর বয়সী এ তারকা গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে পেরু এবং কলম্বিয়ার বিপক্ষে খেলেছিল। তবে, তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে তাকে মাঠে নামাননি দুঙ্গা।

সে সময় ডোপ পরীক্ষায় বসলেও সে টেস্টের কোনো রিপোর্ট দেওয়া হয়নি। এতদিন পর সে রিপোর্ট প্রকাশ করা হলে দেখা যায়, ফ্রেডের মূত্রের নমুনায় নিষিদ্ধ হাইড্রোক্লোরোথিয়াজাইড রয়েছে।

ব্রাজিলের উঠতি এ তারকা মিডফিল্ডার বিশ্বকাপের আসরে ফেলিপ স্কলারির দলে সুযোগ পাননি। তবে, দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়া দুঙ্গা তাকে সুযোগ করে দেন। কোপা আমেরিকার স্কোয়াডে প্রথমবার সুযোগ না পেলেও পরে ইনজুরিতে থাকা লুইজ গুস্তাভোর জায়গায় আসেন ফ্রেড। তুরস্কে শাখতার দোনেস্কের হয়ে প্রাকমৌসুমের প্রস্তুতিতে রয়েছেন ডোপ পরীক্ষায় ধরা পড়া ফ্রেড।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।