ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে অংশ নিতে বুধবার (২৯ জুলাই) ঢাকায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভুত দুই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আলী আকমল এবং রেজওয়ান আহমেদ। তারা দু'জন বাংলাদেশের ফুটবল সম্পর্কে অল্প কিছু ধারণা নিয়ে ঢাকায় পা রেখেছেন।
রেজওয়ান জানান, 'এর আগে চারবার সিলেটে বেড়াতে এসেছি। তবে এবারই প্রথম এসেছি ফুটবলে ট্রায়াল দিতে। নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলে সুযোগ পেতে চাই। ইংল্যান্ডে সবাই বাংলাদেকে চেনে ক্রিকেটের দেশ হিসেবে। কিন্তু আমি বাংলাদেশের জাতীয় দলে ভাল খেলে ইংল্যান্ডের সবাইকে চেনাতে চাই ফুটবলের দেশ হিসেবে। ’
দু'জনের মধ্যে রেজওয়ান খেলেন রাইটব্যাকে আর আকমল লেফটব্যাকে। দুই ফুটবলারই খেলেন ওয়েলসের দ্বিতীয় বিভাগের ক্লাব দিনাসপোসে। উভয়েই সেখানকার লিচেস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। দু’জনেরই গ্রামের বাড়ি সিলেটে। বাবা-মা বাংলাদেশি।
তাদের খেলার যোগ্যতা আছে কিনা তা দেখবেন জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু। কারণ জাতীয় দলের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ বর্তমানে অসুস্থ।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
ইয়া/এমআর