ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পূজোর পাত্র মেসি ‘বলির পাঁঠা’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
পূজোর পাত্র মেসি ‘বলির পাঁঠা’ ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা জর্জ ভালদানো জানিয়েছেন, দেশটির বর্তমান অধিনায়ক লিওনেল মেসিকে সমর্থকরা পূজো করে। আবার একই সঙ্গে মানুষ মেসিকেই বেছে নেয় ‘বলির পাঁঠা’ বানাতে।



চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ৪৪তম আসরে ২২ বছরের শিরোপা ঘোঁচাতে অংশ নেয় মেসি বাহিনী। তবে, ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে টাইব্রেকারে হেরে সে স্বপ্ন পূরণ করতে পারেনি আর্জেন্টিনা। এর আগে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হেরে বিশ্বশিরোপায় চুমু আঁকতে পারেননি মেসি।

বার্সেলোনার সেরা অস্ত্র মেসি যতটা না ক্লাবের হয়ে সফল, ততটাই ব্যর্থ দেশের জার্সি গায়ে-এমন সমালোচনা থেমে নেই।

এবারে মেসির পাশে এসে দাঁড়িয়েছেন আর্জেন্টনাইন ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ভালদানো। তিনি বলেন, আমি জানি মানুষ সবসময় ‘বলির পাঁঠা’ বানাতে একজনকেই বেছে নেয়। আর সেক্ষেত্রে আর্জেন্টিনার ক্ষুদে জাদুকর মেসিকেই বেছে নেওয়া হচ্ছে। কারণ সে দলের সেরা ফুটবলার। মেসিকে মানুষ দু’ভাবে বেছে নেয়।

তিনি আরও যোগ করে বলেন, যখন আর্জেন্টিনা একের পর এক ম্যাচ জেতে, আর মেসি দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়, তখন মানুষ মেসির পূজো করে। আর যখন শেষ মুহূর্তে গিয়ে দল অল্পের জন্য ব্যর্থ হয়, তখন মেসিকেই বেছে নেওয়া হয় সমালোচনায় জর্জরিত করার জন্য।

ব্রাজিল বিশ্বকাপের আসরে মেসি আর্জেন্টাইনদের দারুণভাবে নেতৃত্ব দেন। দলকে অনেকটা একক প্রচেষ্টায় গ্রুপপর্ব থেকে নকআউট পর্বে তোলেন। ফাইনালের মঞ্চেও দারুণ খেলেন তিনি। দলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে না পারলেও মেসির হাতে উঠে ‘গোল্ডেন বল’। আর সদ্য সমাপ্ত কোপা আমেরিকার আসরে দলকে আবারো সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

এ প্রসঙ্গে ভালদানো বলেন, কোপা আমেরিকার ছয় ম্যাচের পাঁচটিতেই মেসিকে সেরা খেলোয়াড়ের জন্য নির্বাচিত করা হয়েছিল। কিন্তু যখন আপনার কাঁধে একটি দেশের পুরো চাপ এসে পড়ে, তখন আপনি কোনো অবস্থাতেই ম্যাচ সেরা হওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন না। মেসি সে অবস্থাতেই এগিয়ে চলেছে। তার উপর প্রায় ৪০ মিলিয়ন মানুষের চাহিদা পূরণের চাপ থাকে।

আর্জেন্টিনার হয়ে মেসি খেলেছেন ১০৩ ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ৪৬টি। আর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে তিনি খেলেছেন ৫১৪ ম্যাচ, যেখানে তার গোলসংখ্যা ৪২৩টি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।