ঢাকা: ১৮৯৬ সাল থেকে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু, এখন পর্যন্ত উইন্টার বা শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পায়নি চীন।
২০২২ উইন্টার অলিম্পিক গেমস আয়োজনের ভার কোন দেশ পাচ্ছে তা নির্ধারিত হবে শুক্রবার (৩১ জুলাই)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১২৮তম সম্মেলনে ভোটাভুটির মধ্য দিয়ে স্বাগতিক দেশ নির্ধারণ করা হবে।
চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কাজাখস্তান। এর আগে নরওয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। চীনের রাজধানী বেইজিং যদি অলিম্পিক আয়োজনের সুযোগ পায় তাহলে টানা তিনবার এশিয়ায় অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
এমনটি ঘটলে বেইজিংই হবে একমাত্র শহর যেখানে সামারের (গ্রীষ্মকালীন) পর ও উইন্টার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। ২০০৮ সালে চীনে সামার অলিম্পিক অনুষ্ঠিত হয়।
এদিকে, চীনের জনগন এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চাইনিজ অ্যাথলেট লি মাওকুর কথাতেই তা ফুটে উঠছে, ‘বেইজিংয়ের জন্য শুভকামনা রইল। আশা করছি, আমরা ২০২২ অলিম্পিকের স্বাগতিক দেশ হব। চীনের প্রতিটি মানুষই এমনটি চায়। আমার বিশ্বাস, কাজাখস্তানকে হটিয়ে আমাদেরই জয় হবে। তবে, লক্ষ্য পূরণ না হলেও আক্ষেপ থাকবে না। শীতকালীন অলিম্পিকের স্বাগতিক হওয়ার জন্য মনোনীত হওয়াটাও বেশ মূল্যবান হয়ে থাকবে। ’
ইতোমধ্যেই এশিয়া থেকে দক্ষিণ কোরিয়া ২০১৮ উইন্টার অলিম্পিক ও ২০২০ সামার অলিম্পিক গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে জাপান। এর আগে জাপানে আরো চারবার (১৯৪০, ১৯৬৪, ১৯৭২ ও ১৯৯৮) মর্যাদাপূর্ণ এ আসর অনুষ্ঠিত হয়। আর ১৯৮৮ সালে প্রথমবারের মতো অলিম্পিকের স্বাগতিক দেশের তকমা পায় কোরিয়ানরা।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
আরএম