ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাফ ফুটবলের ড্র শনিবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
সাফ ফুটবলের ড্র শনিবার

ঢাকা: আগামী ৯-১৮ আগস্ট সিলেটে অনুষ্ঠিত হবে ‘সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৫’-এর খেলা। এ আসরের সব খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে।

তবে অংশ নেয়ার কথা থাকলেও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভুটান ও পাকিস্তান। টুর্নামেন্ট উপলক্ষ্যে শনিবার (০১ আগস্ট) বিকেল ৪টায় এ চ্যাম্পিয়নশিপের ‘ড্র’ অনুষ্ঠিত হবে।

প্রথমে এ আসর কক্সবাজার ও সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফ্লাডলাইট না থাকার কারণে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। ২০১১ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল এ টুর্নামেন্টের প্রথম আসর। সে আসরে ৬ দলের মধ্যে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। পরের আসরেও স্বাগতিক ছিল নেপাল। সেবার সাত দলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের কিশোররা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।