ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলমান ‘স্পেশাল অলিম্পিকস সামার ওয়ার্ল্ড গেমস’-এ বাংলাদেশের ৮০ সদস্যের দল অ্যাথলেটিক্স, সাঁতার, বোচি, ব্যাডমিন্টন, ফুটবল ও টেবিল টেনিস ইভেন্টে অংশ নিচ্ছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) সাঁতারে ১ স্বর্ণ, ২ রৌপ্য ও ১ তাম্রপদক; ফুটবলে ১ ম্যাচে জয় ও ১ ম্যাচে ড্র করে বাংলাদেশ।
এবার সাঁতারে ১ রৌপ্য, ১ তাম্র; শটপুটে ১ স্বর্ণ, ১ তাম্র; ব্যাডমিন্টনে ১ স্বর্ণ এবং টেবিল টেনিসে ১ স্বর্ণ জিতেছে বাংলাদেশ। খুশী খাতুন মহিলা সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে তাম্র এবং ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রৌপ্যপদক জেতেন।
অ্যাথলেটিক্সে পুরুষ শটপুটের ৪ কেজি ওজন শ্রেণীতে সুমন খান স্বর্ণপদক লাভ করেন। শটপুটে মেয়েদের ৩ কেজি ওজন শ্রেণীতে তাম্রপদক লাভ করেন বিবি ফাতেমা। রেজওয়ানুল হক পুরুষদের ব্যাডমিন্টনের এককে লাভ করেন স্বর্ণপদক। টেবিল টেনিসের পুরুষ এককেও সোনা জিতে নেন নাইমুর রহমান।
উল্লেখ্য, এ আসর চলবে ২ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৫
ইয়া/আরএম