ঢাকা: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা গত মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতটি সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তগুলো হলো:
১) এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বাংলাদেশের কাউন্সিলর হিসেবে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর।
২) এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের মিডিয়া কমিটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সদস্য আহসান আহমেদ অমিত।
৩) এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সহ-সভাপতি এ. টি. এম. শামসুল আলম।
৪) সাউথ এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড কোচিং কমিটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সহ-সভাপতি সাইদুল হক সাদী।
৫) কমনওয়েলথে বাংলাদেশের কাউন্সিলর হিসেবে প্রতিনিধিত্ব করবেন ফেডারেশনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
৬) আগামী ১৭-১৯ আগস্ট পর্যন্ত প্রাইজমানি ওপেন একক র্যাংকিং টুর্ণামেন্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং খেলোয়াড়দের এন্ট্রি-ফি ১২ আগস্টের মধ্যে জমা দিতে হবে।
৭) তৃতীয় জাতীয় জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আগামী ২৩-২৭ আগস্ট পর্যন্ত দিনাজপুরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৫
ইয়া